সাইয়্যিদুল আইয়াদ শরীফ মুবারক হো জুমুয়ার দিনকে কেনো শোকের দিন বলা হয় না?


পবিত্রতম হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ৫টি কারণে জুমুয়ার দিনকে দিনের সাইয়্যিদ ও মহান দিন, এমনকি কুরবানীর ঈদ ও রোযার ঈদের চেয়েও বেশি মূল্যবান ও মহান। কারণগুলো হলো-
১. জুমুয়ার দিন আবুল বাশার সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করা হয়েছে।
২. জুমুয়ার দিন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাত হতে যমীনে আসেন।
৩. জুমুয়ার দিন হযরত আদম আলাইহিস সালাম ইলাহী দীদারে গমন করেন তথা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
৪. জুমুয়ার দিন আসর হতে মাগরিবের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যখন খাছভাবে দোয়া কবুল করা হয়।
৫. জুমুয়ার দিন ক্বিয়ামত সংঘটিত হবে।
উপরোক্ত ৫টি বিশেষ কারণের দুটি বিশেষ কারণ হলো- হযরত আদম আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত দিবস ও বিছাল শরীফ দিবস। আরো একটি বিষয় হলো এই দিন ক্বিয়ামত সংঘটিত হবে।
তাহলে জুমুয়ার দিন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস হওয়ার পরও দেখা যাচ্ছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ দিনকে ঈদের দিন এমনকি দুই ঈদের চেয়েও বেশি মহান দিন বলে ঘোষণা করেছেন; কিন্তু শোকের দিন বলেননি। মূলতঃ হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সংশ্লিষ্ট যেকোনো দিনই, হোক সেটা বিছাল শরীফ দিবস, সে দিনটিও রহমত-বরকত সাকীনার কারণ।
তাই যারা পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উনাকে শোকের দিন বলতে চায় তাদের এহেন বক্তব্য, হয় তাদের অজ্ঞতা, মূর্খতা; আর না হয় মুসলিম উম্মাহর মাঝে বিভ্রান্তি ছড়ানোই তাদের উদ্দেশ্য।
█║▌│█│║▌║││█║▌│║█║▌
-মুহম্মদ রিয়াসাত পারভেজ। © আল ইহসান.নেট | al-ihsan.net
Read more ...

পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন থেকে বিরত থাকার অর্থ হচ্ছে-
নূরে মুজাসাসম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বিচ্ছিন্ন হওয়া


পবিত্র দ্বীন ইসলাম উনার মূল হলেন- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। এই সত্যটি অনেক মুসলমান না বুঝলেও কাফির, মুশরিকরা খুব ভালো করে বুঝেছে। আর তাই তো ওরা মুসলমানগণের মাঝ থেকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দূরে সরানোর অশেষ ভাবনা ও অপচেষ্টা করে আসছে।
ইহুদী-নাছারা, কাফির-মুশরিকরা তাদের স্থানীয় দোসরদের মাধ্যমে আমাদের সমাজ থেকে পবিত্র মীলাদ শরীফ উঠিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। অত্যন্ত রহমত ও বরকতপূর্ণ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন করার ব্যাপারে সাধারণ মুসলমানদের বিভ্রান্তিতে ফেলেছে এবং প্রচার করছে ‘ঈদ মাত্র ২টি’। নাউযুবিল্লাহ!
তাই তো রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি অনন্তকালব্যাপী সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল জারী করে দিয়েছেন। যার মাধ্যমে ঘরে ঘরে পবিত্র মীলাদ শরীফ জারি করে দিয়েছেন; যাতে মুসলমানগণ ফয়েজ, বরকত পেয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে। প্রতি বছরের ন্যায় এবছরও সম্মানিত ১২ই শরীফ উনার শান মুবারক প্রকাশার্থে ৬৩ দিনব্যাপী পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার আয়োজন করে এই দিনটি পালনের সচেতনতা সৃষ্টি করছেন। এভাবেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে পবিত্র দ্বীন ইসলাম উনার শত্রুদের সমস্ত প্রকার চক্রান্ত।
তাই আসুন, রাজারবাগ দরবার শরীফ গিয়ে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার রহমত, বরকত, সাকীনা, ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক অর্জন করে নিজের ভাগ্য পরিবর্তন করি।
█║▌│█│║▌║││█║▌│║█║▌
-লে. কর্নেল মুহম্মদ আনোয়ার হুসাইন খান পিএসসি (অব.), ঢাকা।© আল ইহসান.নেট | al-ihsan.net
Read more ...

কূল-কায়িনাতের সবার উচিত সর্বাধিক শান-শওকতের সাথে পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ পালনের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করা


খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি সমস্ত জিন-ইনসান, কায়িনাতবাসীকে জানিয়ে দিন, মহান আল্লাহ পাক তিনি যে ফদ্বল, করম ও রহমত মুবারক হিসেবে উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছেন, সেজন্য তারা যেন খুশি প্রকাশ করে, নিশ্চয়ই এই খুশি প্রকাশ করাটা হবে সবকিছু থেকে উত্তম যা তারা দুনিয়া ও আখিরাতের জন্য সঞ্চয় করেছে।” (পবিত্র সূরা ইউনূস শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৮)
দেখতে দেখতে আবারো আমাদের মাঝে পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস চলে এসেছেন যে মাসের মহাপবিত্র ১২ তারিখে রয়েছে মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বিলাদতী শান মুবারক উনার প্রকাশের তারিখ। সুবহানাল্লাহ!
মূলত, মহাপবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উনার উপলক্ষে খুশি প্রকাশ করাটাই হবে দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ সঞ্চয়। সুবহানাল্লাহ!
সারা ক্বায়িনাতের উচিত পবিত্র এ দিবস উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বাধিক খুশি প্রকাশের চেষ্টা করা। মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম মহাপবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে সবাইকে খুশি প্রকাশ করার তাওফীক দান করুন। আমীন!
█║▌│█│║▌║││█║▌│║█║▌
-মুহম্মদ সাইফুল হাসান। © আল ইহসান.নেট | al-ihsan.net
Read more ...