পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক লাভের সুযোগ

পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে বর্ণিত আছে- হযরত মুয়ায ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছেন, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, যারা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক উনার উদ্দেশ্যে পরস্পর পরস্পরকে মুহব্বত করে, একস্থানে বসে, দেখা-সাক্ষাৎ করে এবং পরস্পরের মাঝে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের জন্য আমার (মহান আল্লাহ পাক উনার) মুহব্বত অপরিহার্য। অন্য আরেক বর্ণনায় বর্ণিত আছে, মহান আল্লাহ পাক তিনি বলেন, তাদের জন্য জান্নাত উনার মধ্যে নূরের মিম্বরসমূহ স্থাপন করা হবে এবং উনাদেরকে দেখে সমস্ত নবী আলাইহিমুস সালামগণ উনারা এবং শহীদগণ উনারা খুশি হবেন এবং আকাঙ্খিত হবেন। সুবহানাল্লাহ!
এখন দেখুন, যদি একজন বান্দা বা উম্মতকে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক উনার উদ্দেশ্যে মুহব্বত করলে বা উনাকে খুশি করলে এতো বিশেষ বা শ্রেষ্ঠতম নিয়ামত মুবারক লাভ করা সম্ভব হয়, তাহলে যিনি কুল-কায়িনাতের সর্বশ্রেষ্ঠ নবী ও রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনাকে সৃষ্টি মুবারক না করা হলে কায়িনাত মাঝে কিছুই সৃষ্টি করা হতো না। উনারই সন্তুষ্টি মুবারক উনার উদ্দেশ্যে যদি উনার পবিত্রতম বিলাদত শরীফ ও পবিত্রতম বিছাল শরীফ উনাদের সম্মানিত দিন, তারিখ, মাস তথা পবিত্রতম সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা হয়, তাহলে কত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম ও বিশেষ নিয়ামত মুবারক লাভ করা যাবে তা কল্পনার বাইরে। আর উনারই সন্তুষ্টি মুবারক হাছিল করতে পারলেই স্বয়ং মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পাওয়া যাবে এবং উনার বন্ধু হওয়া যাবে। এখন আমরা যদি পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার উপলক্ষে মাল ও জান দিয়ে হাক্বীক্বীভাবে সর্বাধিক খিদমত করি। তাহলে সেটাই আমাদের জন্য সর্বোত্তম খুশি প্রকাশ করা হবে। তাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের সকলকে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উপলক্ষে হাক্বীক্বী খুশি প্রকাশ করার তাওফীক দান করুন। আমীন!
█║▌│█│║▌║││█║▌│║█║▌
-আহমদ নুজহাত শেফা।© আল ইহসান.নেট | al-ihsan.net

Uswatun Hasanah

Saieedul Aaiyad

0 comments:

Post a Comment

Pages (105)123456789 Next