ইসলামের বিশেষ দিবস সমূহের পঞ্জিকা

মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ-এ ইরশাদ করেন, “আর আপনি তাদেরকে মহান আল্লাহ পাক উনার বিশেষ দিনসমূহ সম্পর্কে জানিয়ে দিন।”

 

  • ৭ই রবীউল আউয়াল শরীফ: সাইয়্যিদাতুন নিসা, যাওজাতু মুজাদ্দিদে আ’যম, আফদ্বালুন নিসা বা’দাল আম্বিয়ায়ি ওয়া উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, উম্মুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক বিলাদত শরীফ।
  • ১২ রবীউল আউয়াল শরীফ: সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

    ১২ ই শরীফ-এর ফযিলত

  • ১২ রবীউল আউয়াল শরীফ: খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, জামিউল আলক্বাব, নূরে মুকাররম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সুমহান বিলাদত শরীফ।
    যামানার মহান মুজাদ্দিদ উনার পরিচয়

  • ১১ই রবীউছ ছানী: পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহম
  • ১৯শে রবীউছ ছানী: মুজাদ্দিদে আ’যম আওলাদে রসূল, রাজারবাগ শরীফ-এর মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার দ্বিতীয়া তনয়া নিবরাসাতুল উমাম, আওলাদে রসূল হযরত শাহজাদী ছানী আলাইহাস সালাম উনার বিলাদত শরীফ।
  • ২০শে জুমাদাল উখরা: সাইয়্যিদাতু নিসায়িল আলামিন, উম্মু আবিহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার মুবারক বিলাদত শরীফ দিবস।
  • ২২শে জুমাদাল উখরা: আফযালুন নাস বা’দাল আম্বিয়া হযরত আবু বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু আনহু উনার বিছাল শরীফ দিবস।
  • ৬ই রজবুল হারাম: হযরত সুলত্বানুন হিন্দ, হাবীবুল্লাহ, খাজা গরীবে নেওয়াজ হযরত মঈন উদ্দীন চিশতী আজেমরী সানজেরী রহমতুল্লাহি আলাইহি উনার বিছাল শরীফ।
  • ২৯শে শা’বান: জান্নাতী মেহমানদ্বয়, সাইয়্যিদাতাল উমাম হযরত শাহনাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনাদের সুমহান বিলাদত শরীফ।
  • ১লা রমাদ্বান: গাউছুল আ’যম হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদত শরীফ।
  • ৩রা রমাদ্বান: সাইয়্যিদাতু নিসায়িল আলামিন, উম্মু আবিহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার মুবারক বিছাল শরীফ।
  • ৯ই রমাদ্বান: মুজাদ্দিদে আ’যম আওলাদে রসূল, রাজারবাগ শরীফ-এর মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার একমাত্র সু-যোগ্য আওলাদ, আওলাদে রসুল, খলীফাতুল উমাম, আল মানছূর  হযরত শাহজাদা ক্বিবলা আলাইহিস সালাম উনার বিলাদত শরীফ।
    Khwaleefatul Umaam.নেট
  • ১৭ই রমাদ্বান: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম, হযরত আলী হায়দার কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনাদের বিছাল শরীফ ও ঐতিহাসিক “বদর জিহাদ” দিবস।
  • ২৭শে রমাদ্বান: দোয়া কবুলের রাত্রি পবিত্র শবে ক্বদর।
  • ১লা শাওয়াল: নক্বীবাতুল উমাম, ক্বায়িম মক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম হযরত শাহযাদী উলা আলাইহাস সালাম উনার সুমহান বিলাদত শরীফ।
  • ১লা শাওয়াল: ঈদুল ফিতর।
  • ২১শে শাওয়াল: হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার পবিত্র আকদ মুবারক-এর দিন।
  • ১৫ই যিলক্বদ: কুতুবুল আলম, শাফীউল উমাম, বাবুল ইলম, সাইয়্যিদুনা হযরত শাহদামাদ ক্বিবলা আলাইহিস সালাম উনার বিলাদত শরীফ।
  • ৯ই যিলহজ্জ: পবিত্র আরাফার দিন।
  • ১০ই যিলহজ্জ: পবিত্র ঈদুল আযহা।

    বিশেষ দিনসমূহের ফাযায়েল-ফযিলত বা বিস্তুারিত জানতে উক্ত দিবসের তারিখে ক্লিক করুন।


    তথ্যসূত্র:█║▌│█│║▌║││█║▌│║█║▌ © সবুজবাংলাব্লগ.নেট | sabujbanglablog.net

Uswatun Hasanah

0 comments:

Post a Comment