ঈদে মীলাদ জিন্দাবাদ


ঈদে মীলাদ জিন্দাবাদ
-গোলাম মুনজির মুহম্মদ।

সাইয়্যিদে আ’ইয়াদ ঈদে মীলাদ
জিন্দাবাদ হো জিন্দাবাদ
মুজাদ্দিদ আ’যম-এর পক্ষ হতে
খোশ আমদেদ মুবারকবাদ।

ধরার বুকে মুজাদ্দিদ আ’যম
জাগান সাইয়্যিদে আ’ইয়াদ
তাকবীরে তাই বলে সবাই
মুজাদ্দিদ আ’যম জিন্দাবাদ।

কুল কায়িনাতের সকল স্থানে
ঈদে মীলাদের মাহফিল
ধুম লেগেছে সবার মাঝে
ঈদে মীলাদে ঝিলমিল।

মুজাদ্দিদ আ’যমের পাক দরবারে
ঈদে মীলাদের মাহফিলে
জিন ইনসান ফেরেশতাকুল
শরীক হচ্ছে দলে দলে।

নাখোশ নারাজ ওহাবী খারিজী
ঈদে মীলাদের শান দেখে
ইজ্জত বাঁচাতে উল্টো ফতোয়ায়
সীরাতুন নবীর রূপ মাখে।

উলামায়ে ছূ’ ওহাবী খারিজীর
সকল প্রকার ছলনা
তাজদীদী ফতওয়ায় ফাঁস হলেও
বালহুম আদ্বলরা বুঝে না। (নাঊযুবিল্লাহ)

Uswatun Hasanah

Saieedul Aaiyad

0 comments:

Post a Comment

Pages (105)123456789 Next