ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম


ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
মুহম্মদ জিয়াউদ্দিন (তুষার), মাটিকাটা, ঢাকা।

ঈদে আ’যম, ঈদে আকবর
কায়িনাতের শ্রেষ্ঠ ঈদ,
খুশিতে আজ মোতায়ারা সব
নাই যে চোখে নিদ।

দেই বিলিয়ে ঈদের খুশি
সবার ঘরে ঘরে,
ছলাত-সালাম পাঠ করি যে
প্রিয় নবীর তরে।

মীলাদ পড়ে, দরূদ পড়ে
তামাম সৃষ্টিকুল,
এই দিনেতে ধরায় এলেন
নূরে মুজাসসাম রসূল।

লা ইলাহা ইল্লাল্লাহু’র পরে
মিশে আছে যাঁর নাম
তিনিই মুহম্মদুর রসূলুল্লাহ
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

দুই জাহানের খোদার হাবীব
কায়িম করলেন ইসলাম,
আনলে ঈমান উনার উপর
হারাম হবে যে জাহান্নাম।

নবীজী এলেন সোমবার শরীফ
১২ই রবীউল আউয়ালে,
বিলাদত ক্ষণে সেথায় ছিলেন
বেহেশতী হুর দলে দলে।

নবীজীর বিলাদতে তাশরীফ নিলেন
সম্মানিতা চার নারী
খোদায়ী নূরেতে আলোকিত হলো
কেটে গেলো সব আঁধারী।

বীরদর্পে সিজদায় থেকে
মা আমিনার কোলে,
রসূল মোদের তাশরীফ নিলেন
সম্মানিত কুরাঈশ কূলে।

Uswatun Hasanah

0 comments:

Post a Comment