Pages

Monday, March 15, 2010

নতজানু প্রার্থনা


নতজানু প্রার্থনা
ডাক্তার মুহম্মদ রাশেদুল আবেদীন, নিউইয়র্ক, ইউএসএ।

হে মামদূহ!
আমি নিষ্প্রাণ নতজানু হয়ে প্রার্থনা করি
আপনার ফয়েজটুকু আমাকে দিন
আমি ঝড় বিধ্বস্ত এক নাবিক
সূর্যোদয়ে আর সুর্যাস্তে আমাকে বারাকাত দিন
আপনার পায়ে লুটিয়ে,
হে মামদূহ!
আমি প্রার্থনা করি
অধমেরে দয়া করুন ॥

আমি আপনার না’লাইন জোড়ার
ধুলিরও ছোঁয়ার রাখি না যোগ্যতা
তবুও ভব্যতা ভুলে ক্বদমে আপনার রেখেছি হাত
আমার নাপাক সহস্র অশ্রুবিন্দুতে করেছি সিক্তাপনার পদপাত
ফয়েজের আশ্বাসে
আমার শ্বাসে শ্বাসে ॥

হে মামদূহ!
দান করুন আপনার নাম
কেবল তারাই সফলকাম
যারা অযূত যন্ত্রণা দিয়েছে পাড়ি
নিষ্পলক চোখে, ভাবাবেশে
নাড়ি যাদের সচল আপনার আদেশে
আমিতো পারিনি
তাই শুধু লাঞ্ছনা-গঞ্জনা
তবুও ক্ষমা করুন, দয়া করুন,
হে মামদূহ!
এ আমার প্রার্থনা ॥

ঈদে মীলাদ জিন্দাবাদ


ঈদে মীলাদ জিন্দাবাদ
-গোলাম মুনজির মুহম্মদ।

সাইয়্যিদে আ’ইয়াদ ঈদে মীলাদ
জিন্দাবাদ হো জিন্দাবাদ
মুজাদ্দিদ আ’যম-এর পক্ষ হতে
খোশ আমদেদ মুবারকবাদ।

ধরার বুকে মুজাদ্দিদ আ’যম
জাগান সাইয়্যিদে আ’ইয়াদ
তাকবীরে তাই বলে সবাই
মুজাদ্দিদ আ’যম জিন্দাবাদ।

কুল কায়িনাতের সকল স্থানে
ঈদে মীলাদের মাহফিল
ধুম লেগেছে সবার মাঝে
ঈদে মীলাদে ঝিলমিল।

মুজাদ্দিদ আ’যমের পাক দরবারে
ঈদে মীলাদের মাহফিলে
জিন ইনসান ফেরেশতাকুল
শরীক হচ্ছে দলে দলে।

নাখোশ নারাজ ওহাবী খারিজী
ঈদে মীলাদের শান দেখে
ইজ্জত বাঁচাতে উল্টো ফতোয়ায়
সীরাতুন নবীর রূপ মাখে।

উলামায়ে ছূ’ ওহাবী খারিজীর
সকল প্রকার ছলনা
তাজদীদী ফতওয়ায় ফাঁস হলেও
বালহুম আদ্বলরা বুঝে না। (নাঊযুবিল্লাহ)

মামদূহ দান সাইয়্যিদুল আ’ইয়াদ

মামদূহ দান সাইয়্যিদুল আ’ইয়াদ
-মুহম্মদ জায়েদ কাদেরী


কুল মুসলিমের ঘরে ঘরে,
ঈদে আ’যম এলো ফিরে ॥

ঈদে আ’যমের নূরী আগমন,
উজ্বাল করলো মোদের জীবন ॥

আহলান সাহলান ঈদে আ’যম,
বরণ করে পাই যে রহম ॥

ঈদে মীলাদ সাইয়্যিদুল আ’ইয়াদ,
পালন করলে পাবো নাযাত ॥

ঈদে আ’যম-এর নূরী মাহফিলে,
এসো মুসলমান এসো সকলে ॥

সকল যুগের সকল কালের,
সবচেয়ে সেরা ঈদ ॥

সারা জাহানে জারি করেন,
মুর্শিদ মহান মুজাদ্দিদ ॥

Sunday, March 14, 2010

বার্ষিক আত্ তাজদীদ


ঈদে আযম ঈদে আকবর ঈদে মীলাদুন নবী সল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে প্রকাশিত
ইংরেজি ও বাংলা পোষ্টার এবং বার্ষিক আত্ তাজদীদ।








    DOWNLOAD LINK






Download Att-Tajdeed: Page 1

Download Att-Tajdeed: Page 2

Download Att-Tajdeed: Page 3