Pages

Monday, March 15, 2010

নতজানু প্রার্থনা


নতজানু প্রার্থনা
ডাক্তার মুহম্মদ রাশেদুল আবেদীন, নিউইয়র্ক, ইউএসএ।

হে মামদূহ!
আমি নিষ্প্রাণ নতজানু হয়ে প্রার্থনা করি
আপনার ফয়েজটুকু আমাকে দিন
আমি ঝড় বিধ্বস্ত এক নাবিক
সূর্যোদয়ে আর সুর্যাস্তে আমাকে বারাকাত দিন
আপনার পায়ে লুটিয়ে,
হে মামদূহ!
আমি প্রার্থনা করি
অধমেরে দয়া করুন ॥

আমি আপনার না’লাইন জোড়ার
ধুলিরও ছোঁয়ার রাখি না যোগ্যতা
তবুও ভব্যতা ভুলে ক্বদমে আপনার রেখেছি হাত
আমার নাপাক সহস্র অশ্রুবিন্দুতে করেছি সিক্তাপনার পদপাত
ফয়েজের আশ্বাসে
আমার শ্বাসে শ্বাসে ॥

হে মামদূহ!
দান করুন আপনার নাম
কেবল তারাই সফলকাম
যারা অযূত যন্ত্রণা দিয়েছে পাড়ি
নিষ্পলক চোখে, ভাবাবেশে
নাড়ি যাদের সচল আপনার আদেশে
আমিতো পারিনি
তাই শুধু লাঞ্ছনা-গঞ্জনা
তবুও ক্ষমা করুন, দয়া করুন,
হে মামদূহ!
এ আমার প্রার্থনা ॥

No comments:

Post a Comment